ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। তবে চলতি মৌসুম ভালো যাচ্ছে না দলটির। কাগজে কলমে আইপিএলের এবারের আসর থেকে এখনো বিদায় না হলেও বস্তুত এমন অবস্থান থেকে কোয়ালিফাই করা বেশ কঠিন হবে সিএসকের জন্য। চলতি মৌসুমে ৮ ম্যাচের মধ্যে ৬টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে মহেন্দ্র সিং ধোনির দল।
চেন্নাইয়ের এমন ভরাডুবির কারণ হিসেবে দলটির সাবেক দুই ক্রিকেটার সুরেশ রায়না এবং হরভজন সিং দায়ী করছেন নিলামে ভালো ক্রিকেটারের দিকে মনোযোগ না দেওয়াকে।
এই দুই সাবেক সিএসকে খেলোয়াড়ের মতে, নিলামে যে ধরনের ক্রিকেটার কেনা উচিত ছিল তা কিনতে পারেনি চেন্নাই। তার ফল ভুগতে হচ্ছে এখন।
চেন্নাইয়ে দীর্ঘদিন খেলা রায়না বলেছেন, ‘সিএসকের নিলাম খুব খারাপ হয়েছে। নিলামে এত প্রতিভাবান, এত তরুণ ক্রিকেটার ছিল। কোথায় গেল তারা? তোমরা এত টাকা নিয়ে যাও নিলামে। ঋষভ পন্তকে নিলে না? শ্রেয়াস আয়ারকে নিলে না? কেএল রাহুলকে নিলে না? চেন্নাই দলটাকে কখনো এত খোঁড়াতে দেখিনি।’
চেন্নাইয়ের হয়ে শিরোপা জেতা আরেক ক্রিকেটার হরভজন বলেছেন, ‘সিএসকে এত বড় দল। নিলামে ওদের সামনে বড় ক্রিকেটারদের নেওয়ার সুযোগ ছিল। সেটি করেনি। যেসব তরুণ ক্রিকেটারকে নিয়েছে তাদের মধ্যেও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো মানসিকতা দেখতে পাচ্ছি না। ওদের স্কাউটের বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত। ওদের পছন্দের ওপরেই তো দল গড়া হয়েছে।’
আপনার মতামত লিখুন :