নেদারল্যান্ডসের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে আরব আমিরাত। আরব আমিরাত ও স্কটল্যান্ডের মধ্যেকার ওডিআই ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এর এই ম্যাচে আজ দুই দলই জয়ের জন্য মরিয়া।
এদিকে আজ স্কটল্যান্ড টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আরব আমিরাতের দুই ওপেনার ইনিংসের শুরুটা ভালোভাবে শুরু করেন, কিন্তু দলীয় ১০ ওভারে এসেই হারিয়ে ফেলেন খেলার ধরন। একর পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরব আমিরাত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, আরব আমিরাত ৩০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেন। ক্রিজে ১৭ ও ৯ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ ওয়াসিম ও ধ্রুব পরাশর।
শুরুর দিকে স্কটল্যান্ডের বোলাররা কোনো উইকেট তুলতে না পারলেও ৯ ওভার শেষে একের পর এক উইকেট নিয়ে চেপে ধরেন আরব আমিরাতের ব্যাটারদের।
এই ম্যাচটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই লিগের পয়েন্ট টেবিলের অবস্থান তাদের ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণ করবে।
আপনার মতামত লিখুন :