ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

জাতীয় দলে ফেরার আশায় নাসির হোসেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৩:৫৪ পিএম
নাসির হোসেন। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে এক সময়ের উজ্জ্বল তারকা ছিলেন নাসির হোসেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই নিজের পারফরম্যান্সে মুগ্ধ করেছিলেন ভক্ত ও বিশ্লেষকদের।

মিডল অর্ডারে দ্রুত রান তোলা, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়া আর দুর্দান্ত ফিল্ডিং দিয়ে তরুণ বয়সেই জাতীয় দলে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন।

তবে ২০১৮ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে পড়েন তিনি। মাঠের বাইরের নানা বিতর্ক ও আইসিসির নিষেধাজ্ঞায় তার ক্যারিয়ার থমকে যায়।

তবে হাল ছাড়েননি নাসির। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলতি বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন শেষদিকে, দীর্ঘ প্রায় দুই বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন এই অলরাউন্ডার

সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নেওয়ার সময় জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘বাংলাদেশে সবই সম্ভব ভাই। আসল কথা হচ্ছে, যদি আপনার সুযোগ-সুবিধা থাকে, জাতীয় দলে অবশ্যই আবার খেলতে পারবেন।

ইনশাআল্লাহ সামনের বার প্রিমিয়ার লিগ খেলব, ডিপিএল খেলব। জাতীয় দলে বললেই তো হবে না, পারফর্ম করে খেলতে হবে। চেষ্টা করব পারফর্ম করে আসার।’

বাংলাদেশের ক্রিকেট কাঠামোর সীমাবদ্ধতা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। তুলনা করেন ভারতের স্কুল পর্যায়ের ক্রিকেট সুবিধার সঙ্গে। ‘আমার কাছে যেটা মনে হয়, ভারতের একটা স্কুলে যে সুযোগ-সুবিধা আছে, আমাদের জাতীয় দলে সেটি নেই।

সে অনুযায়ী বলব যে, বাংলাদেশ ভালো খেলে। তবে আরও ভালো খেলার সুযোগ ছিল।’

২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন নাসির হোসেন। ১১৫ ম্যাচে তার সংগ্রহ ২ হাজার ৬৯৫ রান, যার মধ্যে রয়েছে ২টি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ৩৯টি উইকেটও।

নাসিরের চোখে এখনো রয়েছে জাতীয় দলে ফেরার স্বপ্ন। তবে শুধু ইচ্ছায় নয়, নিজেকে প্রমাণ করেই সেই জায়গায় ফিরতে চান তিনি।