ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে অনিশ্চয়তায় পড়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে তিন ম্যাচের একটি সংক্ষিপ্ত সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব শর্ত মেনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজ আয়োজন করতে রাজি হয়েছে। সিরিজটি আগামী ২৭ মে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।
পিসিবি সূত্রে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, লাহোরেই হবে তিন ম্যাচের সিরিজ। তবে ম্যাচগুলোর নির্দিষ্ট সূচি এখনো ঘোষণা করা হয়নি।
লাহোরে ২৫ মে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। এরপরই এক দিনের বিরতি শেষ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ-পাকিস্তানের এই সংক্ষিপ্ত সিরিজ।
সোমবার (১৯ মে) শারজায় অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত এসেছে। বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ চলাকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের মধ্যে একটি আলাদা আলোচনা হয়।
সে বৈঠকে সিরিজের ভবিষ্যৎ নির্ধারণ করা হয় এবং সফরের নতুন কাঠামো ঠিক করা হয়। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী।
উল্লেখ্য, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক উত্তেজনা বিরাজ করায় সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবার মাঠে ফিরতে চলেছে ক্রিকেট।
এই সিরিজটিকে বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, পাকিস্তানের জন্য এটি আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আরেকটি বড় চ্যালেঞ্জ।
আপনার মতামত লিখুন :