বুধবার, ২১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০১:২৪ পিএম

বাঁচা-মরার ম্যাচে দিল্লির ভরসা মুস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০১:২৪ পিএম

বাঁচা-মরার ম্যাচে দিল্লির ভরসা মুস্তাফিজ?

মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এক কঠিন মিশনে নামছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির বাঁচা-মরার ম্যাচে আজ কি দলের ভরসা হতে পারবেন মুস্তাফিজ? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স, যারা আইপিএলের সবচেয়ে সফল দল। 

সানরাইজার্স হায়দরাবাদ লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দেওয়ায় দিল্লির একটি বড় প্রতিপক্ষ অবশ্য কমেছে, কিন্তু মুম্বাইয়ের বিপক্ষে এই ম্যাচই এখন তাদের প্লে-অফের ভাগ্য নির্ধারণ করবে।

এই ম্যাচে হারলেই শিরোপার লড়াই থেকে ছিটকে যাবে মুস্তাফিজুর রহমানের দল।

প্লে-অফের জটিল সমীকরণ

দিল্লি ক্যাপিটালসের জন্য প্লে-অফের সমীকরণ কিছুটা জটিল। আজকের ম্যাচসহ তাদের বাকি থাকা দুই ম্যাচেই জিততে হবে।  তবে আজ হেরে গেলেও তাদের সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে নিজেদের পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জিততে হবে এবং একই সাথে যেন মুম্বাইও পাঞ্জাবের কাছে হারে। এরপর আসবে রানরেটের হিসাব।

অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচ জিতলেই সরাসরি প্লে-অফে চলে যাবে। আজ হেরে গেলে অবশ্য তাদেরও পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জিততে হবে এবং দিল্লির হার কামনা করতে হবে।

বোলিং দুর্বলতা ও মোস্তাফিজের ভূমিকা

মিচেল স্টার্ক দল থেকে বিদায় নেওয়ায় দিল্লির বোলিং বিভাগ খানিকটা নাজুক অবস্থায় রয়েছে। শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে ১৯৯ রান তুলেও তারা জিততে পারেনি, যার পেছনে বোলিংয়ের ব্যর্থতাই ছিল প্রধান কারণ। 

তবে, ব্যতিক্রম ছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ৩ ওভারে মাত্র ২৪ রান দিয়ে তিনিই ছিলেন দলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার। স্টার্কের অভাব পূরণ করতেই দিল্লি তাকে দলে ভিড়িয়েছিল, তাই তার কাছ থেকে আজ উইকেট প্রত্যাশা করবে দল। 

গত ম্যাচে উইকেট না পেলেও, ওয়াংখেড়ে স্টেডিয়াম বরাবরই রানপ্রসবা হওয়ায় ফিজের ওপর কিছুটা চাপ থাকবে। ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচেও নাটারজন ও দুশমান্থ চামিরার সাথে পেস বিভাগে থাকবেন মোস্তাফিজ।

স্পিন বিভাগ সামলাবেন ভিপরাজ নিগাম, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব।

রূপালী বাংলাদেশ

Link copied!