পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটেছে। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে পাঁচ ম্যাচের পরিকল্পিত সিরিজ নেমে এসেছে তিন ম্যাচে।
পিসিবি’র (পাকিস্তান ক্রিকেট বোর্ড) ওয়েবসাইট অনুযায়ী, সিরিজটি শুরু হবে ২৭ মে থেকে, যদিও আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষণা করা হয়নি।
এদিকে সিরিজ উপলক্ষে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দল থেকে ছিটকে পড়েছেন তিন তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি।
রিজওয়ানের অনুপস্থিতিতে দলনেতার দায়িত্ব পেয়েছেন সালমান আলী আঘা। সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান।
এই সিরিজ দিয়েই পাকিস্তান ক্রিকেটে নতুন কোচ মাইক হেসনের অধ্যায় শুরু হচ্ছে। পিএসএলে দুর্দান্ত পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটারকেই স্কোয়াডে জায়গা দিয়েছেন নির্বাচকরা।
অন্যদিকে, বাংলাদেশ দল আগেই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতে চলমান প্রস্তুতি ক্যাম্পে থাকা খেলোয়াড়রাই অংশ নেবেন পাকিস্তান সিরিজে।
পাকিস্তান দলের স্কোয়াড
সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।