বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাঁচ সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই প্যানেলে স্বাগতিক পাকিস্তানের তিন ধারাভাষ্যকারের সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া থেকে একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।
বাংলাদেশ থেকে ধারাভাষ্য প্যানেলে থাকছেন সাবেক ক্রিকেটার আতহার আলী। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম দিকেও তিনি ধারাভাষ্য দিতে পাকিস্তানে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছেন মাইক হেইসম্যান।
স্বাগতিক পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে ধারাভাষ্য প্যানেলে রয়েছেন সাবেক অধিনায়ক রমিজ রাজা, আমির সোহেল ও বাজিদ খান। পুরো সিরিজে উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করবেন জয়নব আব্বাস।
বুধবার থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ সম্প্রচার করবে ‘এ’ স্পোর্টস ও টেন স্পোর্টস। এ ছাড়াও তামাশা ও ট্যাপম্যাড অ্যাপেও খেলা দেখা যাবে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজ এবং বাংলাদেশে টি-স্পোর্টসে খেলা সম্প্রচারিত হবে। বাংলাদেশের সমর্থকরা টেলিভিশনের পাশাপাশি ট্যাপম্যাড অ্যাপেও লিটন দাসদের খেলা দেখতে পারবেন।
এ ছাড়া যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটাল অ্যাপ, শ্রীলঙ্কায় ডায়ালগ, আফ্রিকায় সুপার স্পোর্টস এবং উত্তর আমেরিকায় উইলো টিভিতে এই সিরিজ সম্প্রচারিত হবে।
আপনার মতামত লিখুন :