ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আজ মঙ্গলবার (৩ জুন) আইপিএলের চলতি আসরের শেষ ম্যাচে টস জিকে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এদিকে টসে পরাজিত হয়ে ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করবে রজত পতিদারের দল।
বাঙ্গালুরুর একাদশে ফিল সল্ট থাকলেও প্রথম একাদশে নেই টিম ডেভিড। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও নাম নেই তার। জানা যায়, চোট সারিয়ে এখনও সম্পূর্ণ ফিট হননি তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ
ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার, মায়াঙ্ক আগরওয়াল, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজ়েলউড, যশ দয়াল।
পাঞ্জাব কিংসের একাদশ
প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টোইনিস, শশাঙ্ক সিং, আজমাতুল্লাহ ওমরজাই, অর্শদীপ সিং, কাইল জেমিসন, বিজয়কুমার বৈশাক, যুজ়বেন্দ্র চাহাল।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন