প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ের বাঁধনহারা উচ্ছ্বাস মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সমর্থকদের জন্য।
১৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর এই স্মরণীয় মুহূর্ত উদযাপনের সময় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হয়ে ৭ জন আরসিবি ভক্তের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন শিশুও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ঘটনায় ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
জানা গেছে, আরসিবিকে সংবর্ধনা জানাতে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চিন্নাস্বামী স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে হাজারো মানুষের ভিড় জমে।
স্টেডিয়ামে প্রবেশের জন্য পাসের ব্যবস্থা থাকলেও, পাসের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রবেশপথে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে এই দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ৬ রানের জয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা ঘরে তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ের মাধ্যমে ৩৬ বছর বয়সী কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির আইপিএল ট্রফির অপেক্ষার অবসান হয়।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ব্যতীত ক্রিকেটের বাকি সব দলীয় ট্রফি জিতেছিলেন কোহলি, অবশেষে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে আইপিএল ট্রফিও তার শোকেসে যোগ হলো।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন