বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ের সংবর্ধনা অনুষ্ঠানে নেমে আসে মর্মান্তিক শোক।
আরসিবি ফ্র্যাঞ্চাইজি এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) আয়োজিত এই অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১১ জন নিহত হন।
দুর্ঘটনার পরও কিছু সময় অনুষ্ঠান চলতে থাকায় প্রশ্ন উঠেছে আয়োজকদের ভূমিকা নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিশ্লেষণ এবং দায় চাপানোর পালা, যা একপর্যায়ে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং আইপিএল কর্তৃপক্ষ সরাসরি কোনো পক্ষ নেয়নি। তারা জানিয়েছে, ঘটনা সম্পর্কে জানার পরই দ্রুত অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই মর্মান্তিক ঘটনায় বিসিসিআইয়ের কোনো সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা জনপ্রিয়তার নেতিবাচক দিক।’
আয়োজকদের আরও পরিকল্পিতভাবে অনুষ্ঠানটি করা উচিত ছিল। মৃতদের প্রতি সমবেদনা জানাই, আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই ঘটনার সঙ্গে বিসিসিআইয়ের কোনো সম্পৃক্ততা নেই, তবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।'
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘অত্যন্ত দুঃখজনক। স্টেডিয়ামের বাইরের ঘটনা সম্পর্কে আরসিবি কর্তৃপক্ষ কিছু জানতেন না। জানার পরই তারা অনুষ্ঠান ছোট করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আমরাও বিজয় উৎসব বন্ধ করার অনুরোধ করি।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন