আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শিরোপা জয় উদযাপন ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক পদদলনের ঘটনায় এবার গড়াল আইনি পদক্ষেপ পর্যন্ত।
দুর্ঘটনার জন্য আরসিবির সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক সমাজকর্মী।
জানা গেছে, আরসিবির শিরোপা জয়ের উদযাপন চলাকালে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলায় পদদলনের ঘটনা ঘটে, যাতে ১১ জন সমর্থকের মৃত্যু এবং বহু মানুষ আহত হন।
এই ঘটনার পর ‘এইচ এম ভেঙ্কটেশ’ নামের এক সমাজকর্মী বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় বিরাট কোহলির বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন,‘বেঙ্গালুরু দলের জুয়ায় অংশগ্রহণ এবং নির্দিষ্ট একটি স্থানে ভিড় জমাতে উসকানি দেওয়ায় এই দুর্ঘটনার নেপথ্যে বিরাট কোহলি অন্যতম দায়ী। অতএব, তাকে এবং তার দলের সদস্যদের এফআইআরের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হোক।’
তবে পুলিশ জানিয়েছে, কোহলির বিরুদ্ধে অভিযোগ গৃহীত হলেও নতুন করে পৃথক কোনো এফআইআর রুজু করা হবে না। একটি চলমান মামলার অংশ হিসেবেই অভিযোগটি তদন্তের আওতায় নেওয়া হবে বলে জানিয়েছেন এক সিনিয়র পুলিশ কর্মকর্তা।
এদিকে ঘটনায় আলোড়ন সৃষ্টি হওয়ায় আরসিবির বিপণন ও রাজস্ব বিভাগের প্রধান নিখিল সোসালে-সহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্য দুইজন হলেন ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার এবং ভাইস প্রেসিডেন্ট (বিজনেস অ্যাফেয়ার্স) সুনীল ম্যাথিউ।
ঘটনার পর নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)-এর দুই শীর্ষ কর্মকর্তা সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ ইএস জয়রাম। তারা নিজেদের ব্যর্থতাও স্বীকার করেছেন।
পদদলনের এই দুর্ঘটনা ঘিরে শোকাহত পুরো ক্রীড়ামহল। তদন্ত চলছে এবং আরও আইনি পদক্ষেপের সম্ভাবনা রয়েছে বলে জানায় পুলিশ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন