সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের দেওয়া ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে তামিম ও শান্তকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৮ জুলাই) তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল তিনটায়।
এ দিন শ্রীলঙ্কার দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ২.১ ওভারেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় কোনো উইকেট না হারিয়ে ১৯ রান। সেখান থেকে মাত্র ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।
দলীয় ১৯ রানের মাথায় আসিথা ফার্নান্দো বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন তানজিদ হাসান তামিম। তামিম ফেরার ৫ বল পরই শূন্য রানে আউট হয়ে দলের বিপদ বাঁড়ান সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৬ রান। ২০ বলে ১২ রানে ব্যাট করছেন পারভেজ হোসেন ইমন ও ৬ বলে ৫ রান নিয়ে খেলছেন তাওহীদ হৃদয়।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও আসলঙ্কার ফিফতিতে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
লঙ্কানদের হয়ে এদিন ব্যাট হাতে ১১৪ বলে ১২৪ রান করেন কুশল মেন্ডিস, ৬৮ বলে ৫৮ রান করেন আসালঙ্কা, পাথুম নিশাঙ্কা ৪৭ বলে ৩৫ রান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা করেন ১৪ বলে ১৮ রান।
বল হাতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারী।
অপরদিকে বল হাতে লঙ্কানদের হয়ে ১টি করে উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো ও দুষ্মন্ত চামিরা।