বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের বিতর্ক ও সমালোচনা পেছনে ফেলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিকে নতুন করে জনপ্রিয় করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর অংশ হিসেবে গতকাল (সোমবার) বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শ ও মতামত গ্রহণ করেছে।
বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, নিজেদের ভুল শুধরে বিপিএলকে ঢেলে সাজাতে চায় বিসিবি।
এই লক্ষ্যে গতকাল মিরপুরে এসেছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় এবং জাকির হাসানের মতো ক্রিকেটাররা।
‘বিপিএল প্লেয়ার্স মাইক’ শীর্ষক এই সভায় ভিডিও কলের মাধ্যমে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত-ও।
ক্রিকেটারদের বাইরে এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম এবং আকরাম খানসহ বিসিবির অন্যান্য পরিচালকরা।
সভায় ক্রিকেটাররা বিপিএলের বর্তমান চ্যালেঞ্জগুলো এবং কোন কোন ক্ষেত্রে উন্নতি করা যায়, সে বিষয়ে তাদের মূল্যবান পরামর্শ ও মতামত তুলে ধরেন।
জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর গভর্নিং কাউন্সিল সাংবাদিকদের সঙ্গে বিপিএলের উন্নতি নিয়ে কথা বলবে।
পরবর্তীতে ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক এবং স্পনসর প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলাপ করার পরিকল্পনা রয়েছে বিসিবির।