সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ ইমনের উইকেটের পর তামিমকে সাথে নিয়ে জুটি গড়েন অধিনায়ক লিটন কুমার দাস।
আজ বুধবার (১৬ জুলাই) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে আসালঙ্কার দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮.২ বলে ৭৪ রান। জয়ের জন্য প্রয়োজন ৭০ বলে ৫৯ রান।
২৫ বলে ৩২ রান নিয়ে খেলছেন লিটন দাস এবং ২৪ বলে ৪ ছক্কায় ৪১ রানে ব্যাট করছেন তানজিদ হাসান তামিম।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাথুম নিসাঙ্কার ৩৯ বলে ৪ চারে ৪৬ রান ও দাসুন শানাকা ২৫ বলে ৩৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশর হয়ে বল হাতে এদিন খরুচে বল করেন টাইগার পেসার শরিফুল ইসলাম। ৪ ওভারে ৫০ রানের বিনিময়ে তুলে নেন ১ উইকেট।
শেখ মেহেদীর ৪ উইকেট ছাড়াও ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শামীম হোসেন পাটোয়ারি।
আপনার মতামত লিখুন :