ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, বিশ্লেষণ আর কল্পনার ঘূর্ণি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মাঠের লড়াই যেন সেই প্রতীক্ষার যোগ্যতা হারিয়ে ফেলেছে। যতই হাইপ তৈরি হোক, দিনশেষে ফলাফল একটাই- ভারতের একচেটিয়া জয়। আর এবারও তার ব্যতিক্রম হলো না।
সর্বশেষ পাঁচ খেলে একবারও জয়ের দেখা পায়নি পাকিস্তান, এবারও ভারতের কাছে পাত্তাই পেল না এই দলটি। ব্যাট হাতে মাত্র ১২৭ রানে গুটিয়ে যাওয়া পাকিস্তান এরপর বল হাতেও তেমন লড়াই গড়তে পারল না। ২৫ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয়ে ম্যাচ শেষ করল রোহিত শর্মার দল।
তবে এবারের প্রেক্ষাপট ছিল একটু আলাদা। মাসদুয়েক আগে কাশ্মীরে পেহেলগাম হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’ এবং তার পাল্টা জবাবে পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’- এই টানটান উত্তেজনার পটভূমিতে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক উত্তেজনার ছায়া ম্যাচের আগেই ছড়িয়ে পড়েছিল দুই দেশের মিডিয়ায়, যা থেকে অনুপ্রেরণা নিতে পারত পাকিস্তান। কিন্তু বাস্তবে সেটির ছিটেফোঁটাও দেখা গেল না।
তার ওপর মাঠের পারফরম্যান্সের দিক থেকেও পাকিস্তান কিছুটা এগিয়ে ছিল। এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয়, আর কোচ মাইক হেসনের অধীনে একটি গঠিত স্কোয়াড- সবই ছিল আত্মবিশ্বাস জোগানোর মতো। কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ এবং ফিল্ডিংয়ে একের পর এক ভুল যেন তাদের সব পরিকল্পনা ভেস্তে দিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন