পাকিস্তানের বিপক্ষে চলমান ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বোলাররা রীতিমতো আগুন ঝরাচ্ছেন। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড়সড় লাফ দিয়েছেন টাইগার বোলাররা।
বিশেষ করে বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। দারুণ বোলিংয়ের ফলস্বরূপ তিনি ঢুকে পড়েছেন সেরা দশের তালিকায়।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত। তার মিতব্যয়ী বোলিং এবং গুরুত্বপূর্ণ উইকেট শিকারের সামর্থ্য আবারও প্রমাণিত হয়েছে।
দুই ম্যাচে মোট তিন উইকেট শিকার করে তিনি ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠে এসেছেন। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আর্শদীপ সিংয়ের সাথে একই অবস্থানে রয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার।
শুধু মুস্তাফিজই নন, উন্নতি করেছেন আরও বেশ কয়েকজন বোলার। ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদী হাসান দুই ম্যাচে তিন উইকেট নিয়ে নয় ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন।
পেসার তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ২৭ নম্বরে, আর তানজিম হাসান সাকিব নয় ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে অবস্থান করছেন। এ ছাড়া, শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসে নিজের জাত চিনিয়েছেন।
তবে, দলের বেশিরভাগ বোলারের উন্নতি হলেও অবনতি হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। সিরিজের প্রথম দুই ম্যাচে বেশ খরুচে বোলিং করায় তিনি তিন ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে এসেছেন।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং র্যাংকিংয়েও উন্নতি দেখা গেছে। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ১৮ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন। এ ছাড়া তাওহীদ হৃদয় দুই ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯তম স্থানে অবস্থান করছেন।
অন্যদিকে, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে রয়েছেন।
আপনার মতামত লিখুন :