এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভা ঢাকায় অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। দুই দিনব্যাপী এই সভার প্রথম দিন আজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে এশিয়া কাপের ভাগ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল আসন্ন এশিয়া কাপ। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য এই মহাদেশীয় টুর্নামেন্ট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এসিসির সভাপতি মহসিন নাকভি সভা শেষে আশ্বস্ত করেছেন, ‘এই বিষয়ে শিগগিরই ঘোষণা করা হবে। আমরা বিসিসিআই-এর সঙ্গে আলোচনা করছি এবং আশা করি, খুব দ্রুতই বিষয়টির সমাধান হবে। আমরা শিগগিরই এটি ঘোষণা করব।’
এসিসির ২৫ জন সদস্যই এই সভায় অংশ নেওয়ায় মহসিন নাকভি সন্তোষ প্রকাশ করেছেন। অনেক বোর্ডের প্রতিনিধি স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও তারা অনলাইনে যুক্ত হয়েছেন।
তিনি বলেন, ‘প্রথমত, আলহামদুলিল্লাহ, এজিএম মিটিং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এসিসিতে আমাদের ২৫ জন সদস্য আছেন এবং ২৫ জন সদস্যই এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন।
দ্বিতীয়ত, আমি এখানে আগত সব সদস্যকে এবং যারা ভার্চুয়ালি এই মিটিংয়ে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই।’
সভা আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন মহসিন নাকভি।
তিনি বলেন, ‘আমি বিশেষভাবে আমিনুল ভাইকে তার আতিথেয়তার জন্য এবং বিসিবিকে তাদের অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই।
আমরা ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের সংস্থায় কোনো রাজনীতি চাই না।’
আপনার মতামত লিখুন :