হারারেতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে চরম বিপদে পড়েছিল টাইগার যুবারা।
একসময় ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় ছিল তারা। কিন্তু সামিউন বশির রাতুলের অপরাজিত ৪৫ রানের বীরত্বপূর্ণ ইনিংসে ভর করে শেষ পর্যন্ত নাটকীয় জয় তুলে নেয় বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৩৪.৪ ওভারে মাত্র ১২৮ রানে অলআউট হয়। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন আরমান মানাক।
বাংলাদেশের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন আল ফাহাদ, ৩২ রানের বিনিময়ে একাই তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।
১২৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আগ্রাসী শুরু করলেও ৯ বলে ২০ রান করে দ্রুত সাজঘরে ফেরেন ওপেনার জাওয়াদ আহমেদ।
এরপর রিফাত বেগ, রিজান হোসেন এবং আজিজুল তামিমের দ্রুত বিদায়ে ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে স্বাগতিকরা।
মোহাম্মদ আবদুল্লাহ ও ফরিদ হাসানরা দলকে টেনে তোলার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি।
তবে দলের এই কঠিন মুহূর্তে ত্রাতা হয়ে আসেন সামিউন বশির রাতুল। সপ্তম উইকেট জুটিতে আল ফাহাদকে সঙ্গে নিয়ে ৩১ রানের মূল্যবান জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান তিনি।
এরপর দেবাশীষ দেবা এবং ইকবাল ইমনের দ্রুত বিদায়ে আবারও হারার শঙ্কায় পড়ে দল। কিন্তু শেষ পর্যন্ত অবিচল থেকে এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করে ৪৪ বলে ৪৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রাতুল।
তার ম্যাচ জেতানো ইনিংসটি বাংলাদেশকে ১ উইকেটের অবিস্মরণীয় জয় এনে দেয়।
আপনার মতামত লিখুন :