বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি পারফরম্যান্সের উত্থান-পতনের সাথে সাথে অলরাউন্ডার সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা নতুন মোড় নিয়েছে।
সম্প্রতি সাকিবকে দলে ফেরানোর জোর গুঞ্জন উঠেছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেও এ বিষয়ে গণমাধ্যমে একাধিকবার কথা বলেছেন।
তবে এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জাতীয় দলে ফিরতে হলে প্রথমে সাকিব আল হাসানকে দেশে ফিরতে হবে।
এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, সে সব ফরম্যাটে রিটায়ার্ড করেনি, তাই সে অ্যাভেলেবেল।
তিনি আরও যোগ করেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে আনার ক্ষমতা তার নেই, কারণ এ জন্য একটি সিলেকশন টিম রয়েছে।
বুলবুল বলেন, সিলেকশন টিম যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে, তবে সাকিব খেলতে পারে। সাকিব এখন দেশে নাই, যদি দেশে থাকে তখন সিলেক্টররা চিন্তা করতে পারবে।
সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপর বিসিবি সেটা নিয়ে চিন্তা করতে পারে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব আল হাসান আর দেশে ফেরেননি। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।
এর আগে, তিনি দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার অভাবে তার সেই ইচ্ছা পূরণ হয়নি।
আপনার মতামত লিখুন :