দীর্ঘ বিরতির পর গত বছর হঠাৎ করেই আলোর মুখ দেখেছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ। এবার আরও বড় পরিসরে এবং গোছানো প্রক্রিয়ায় আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রাম ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১০ সালে একবার জাকজমকপূর্ণ করে ফ্র্যাঞ্চাইজি ধাঁচে এনসিএল টি-টোয়েন্টি আয়োজিত হলেও, এরপর আর এই প্রতিযোগিতা নিয়মিত হয়নি।
গত বছর দেশের প্রধান টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে টি-টোয়েন্টি পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল ও অ্যাকাডেমি গ্রাউন্ডে এই আসর বসেছিল।
ভেন্যু বাড়ছে, আয়োজনে থাকছে নতুনত্ব
এবার এনসিএল টি-টোয়েন্টির জন্য ভেন্যু বাড়ানোর পরিকল্পনা করছে বিসিবি। মিনহাজুল আবেদীন নান্নু জানান, গতবার তো খুব অল্প সময়ের মধ্যে এটা করা হয়েছিল। এবার ইতোমধ্যে তিনটা ভেন্যু ঠিক করা হয়েছে।
গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে। সেই হিসেবে টুর্নামেন্ট কমিটি এগোচ্ছে। এটা কনফার্ম তিনটা ভেন্যুতেই হবে এনসিএল টি-টোয়েন্টি।
এর ফলে ক্রিকেটাররা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন এবং টুর্নামেন্টের মানও বাড়বে বলে আশা করা হচ্ছে।
সূচিতে পরিবর্তন, জাতীয় দল থাকছে না
গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হলেও, এবার সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। যদিও আনুষ্ঠানিক সূচি এখনো প্রকাশিত হয়নি।
তবে ধারণা করা হচ্ছে ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হয়ে ৪ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। নান্নু বলেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এনসিএল টি-টোয়েন্টি শুরু হবে।
তবে গতবারের মতো এবারও একটি বিষয়ে মিল থাকছে। একই সময়ে এশিয়া কাপ চলায় জাতীয় দলের ক্রিকেটারদের এনসিএল টি-টোয়েন্টিতে পাওয়া যাবে না।
তরুণ ক্রিকেটারদের জন্য এটি নিজেদের প্রমাণের একটি বড় সুযোগ হবে, যা দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে।