তাসকিন আহমেদের বিরুদ্ধে সিফাতুর রহমান সৌরভ নামের একজনকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। তবে এরকম কিছু করেননি বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ব্যাখ্যা দিয়েছেন এই টাইগার পেসার।
সোমবার (২৮ জুলাই) দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে কথা জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু।
তিনি বলেন, সে (তাসকিন) জানিয়েছে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। তার বন্ধুদের মধ্যে দুই গ্রুপের মারামারি হয়েছে। এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নয় বলে জানিয়েছে তাসকিন।
অন্যদিকে, জিডিতে ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন।
তার অভিযোগ, তাসকিন তাকে কিলঘুষি মেরে মারধর করেন।
অভিযোগ অনুযায়ী, রোববার (২৭ জুলাই) রাতে মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে এবং এরমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন