ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

সালাউদ্দিনের বেতন ও চুক্তি বাড়াল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০১:৩৪ পিএম
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই নতুন চুক্তির আওতায় তিনি ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত দলের সঙ্গে থাকবেন।

বিসিবির এই সিদ্ধান্তে তার মাসিক বেতনও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ টাকা, যা পূর্বে ছিল ৭-৮ লাখ টাকা।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ এই কোচ গত বছরের শেষের দিকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার প্রাথমিক চুক্তি ছিল ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত।

যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কার্যকর থাকত। তবে বিসিবি তার কাজে সন্তুষ্ট হয়ে এই মেয়াদ আরও আড়াই বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ডের এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সালাউদ্দিনের অভিজ্ঞতা এবং খেলোয়াড়দের সঙ্গে তার সুসম্পর্ক দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে, তাই তাকে দীর্ঘমেয়াদে রাখার পরিকল্পনা করা হয়েছে।

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও বিসিবি একই ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্যারিবিয়ান কোচের অধীনেই বাংলাদেশ নতুন করে ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছে।

বিশ্ব ক্রিকেটের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে এবং দলের সাম্প্রতিক উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে কোচিং স্টাফে স্থায়িত্ব আনাকে গুরুত্বপূর্ণ মনে করছে বিসিবি।