আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে যাওয়া আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচগুলো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এই ভেন্যুতে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ম্যাচসহ টুর্নামেন্টের চারটি ম্যাচ আয়োজনের কথা ছিল।
বেঙ্গালুরুর ম্যাচগুলো নিয়ে কেন অনিশ্চয়তা?
আসন্ন নারী বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে রয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, একটি সেমিফাইনাল, এবং সম্ভাব্য ফাইনাল।
বাংলাদেশেরও স্বাগতিক ভারতের বিপক্ষে একটি ম্যাচ (২৬ অক্টোবর) এই মাঠেই খেলার কথা ছিল।
তবে এই ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তার কারণ হলো, গত জুনে বেঙ্গালুরুতে আইপিএল শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জন দর্শকের মর্মান্তিক মৃত্যু।
সেই ঘটনা এখনো আদালতের তদন্তাধীন, এবং এ বিষয়ে কর্ণাটক রাজ্য সরকার কোনো সুনির্দিষ্ট অনুমতি দেয়নি।
ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এখনো সরকারের কাছ থেকে ম্যাচ আয়োজনের অনুমতি পায়নি।
যদিও তারা আশা করছে, দ্রুতই তারা অনুমতি পাবে। স্থানীয় মহারাজা কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টও বেঙ্গালুরু থেকে মহীশুরে সরিয়ে নেওয়া হয়েছে, যা এই শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশের সূচিতে সম্ভাব্য প্রভাব
এই অনিশ্চয়তার কারণে বাংলাদেশের ম্যাচের সূচিতেও পরিবর্তন আসতে পারে। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচটি শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই সাথে পাকিস্তানের বাকি ম্যাচগুলোও সেখানেই হবে।
এদিকে, বাংলাদেশ ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। এই ম্যাচটি হবে কলম্বোতে। এরপর ২০ অক্টোবর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষেও কলম্বোতে খেলবে টাইগ্রেসরা।
গ্রুপ পর্বের বাকি পাঁচটি ম্যাচ ভারতের মাটিতে খেলার কথা থাকলেও, বেঙ্গালুরুর ম্যাচের ভেন্যু পরিবর্তন হলে সেই সূচিতেও প্রভাব পড়বে।
আপনার মতামত লিখুন :