প্রায় ২৭ মাসের (৮০৭ দিন) দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।
নেপালের বিপক্ষে ২০২৩ সালের ৩১ আগস্টের পর টানা ৮৩ ইনিংস তিন অঙ্ক ছুঁতে না পারা এই ব্যাটার শুক্রবার রাওয়ালপিন্ডিতে ফিরলেন তার পুরোনো রুপে।
শ্রীলঙ্কার বিপক্ষে তার অপরাজিত সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।
ম্যাচ শুরুর আগেই অনিশ্চয়তার মেঘ। ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর শ্রীলঙ্কা দল সফর চালিয়ে যাওয়া নিয়ে ছিল দ্বিধায়। কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে যেতে চাইলে আলোচনায় নামেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
তার অনুরোধে সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় লঙ্কান বোর্ড, আর একদিন পেছানো ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় মাঠে।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৮ রান তোলে শ্রীলঙ্কা। জানিথ লিয়ানেগে করেন সর্বোচ্চ ৫৪। কামিন্দু মেন্ডিস ৪৪, সাদিরা সামারাবিক্রমা ৪২, ভানিডু হাসারাঙ্গা ৩৭* ও কামিল মিশারা ২৭ রানে দলীয় সংগ্রহকে লড়াইয়ের পুঁজি দেয়।
পাকিস্তানের হয়ে আবরার আহমেদ ও হারিস রউফ পান ৩টি করে উইকেট।
রানতাড়ায় দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। ফখর জামান ও সাইম আইয়ুবের উদ্বোধনী জুটি আসে ৭৭ রান। ২৫ বলে ৩৩ রানে সাইম ফিরলে ভাঙে জুটি।
দ্বিতীয় উইকেটে ফখর ও বাবরের ১০০ রানের পার্টনারশিপ জয়ের পথ সহজ করে তোলে। ৯৩ বলে ৭৮ রান করে ফখর ফিরলেও বাবর ছিলেন ক্রিজে।
অপর প্রান্তে রিজওয়ানকে সঙ্গে নিয়ে বাবর সাজিয়ে ফেললেন ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি। ৮ চারে ১১৯ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি।
ম্যাচে শ্রীলঙ্কার হয়ে একমাত্র জ্বলে ওঠা বোলার দুশমন্থ চামিরা নেন ২ উইকেট। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে বড় জয় তুলে নেয় পাকিস্তান।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন