শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৭:৫৫ পিএম

ক্রিকেটের ইতিহাসে যা ঘটেছিল আজকের এই দিনে

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৭:৫৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

ছবি : রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

ক্রিকেট ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, ০৯ আগস্ট ছিলো অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। ইংল্যান্ডের কিংবদন্তি ডেভিড গাওয়ারের শেষ টেস্ট, ভারতের এক লজ্জাজনক পরাজয়।

এবং ক্লাইভ লয়েডের বিধ্বংসী দ্বিশতক। সব মিলিয়ে তারিখটি ক্রিকেটপ্রেমীদের মনে আলাদা স্থান দখল করে রেখেছে।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো।

ডেভিড গাওয়ারের শেষ টেস্ট (১৯৯২)

দ্য ওভালে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড গাওয়ারের টেস্ট ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটে এই দিনে। দ্বিতীয় ইনিংসে ওয়াকার ইউনিসের বলে মাত্র ১ রানে বোল্ড হন তিনি। 

পাকিস্তান দশ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। আগের দুই টেস্টে গাওয়ার যথাক্রমে ৭৩ ও অপরাজিত ৩১ রান করেছিলেন। তবুও গ্রাহাম গুচ তাকে ভারত সফরে দলে নেননি—যা নিয়ে সমালোচনা কম হয়নি। 

সে সময়ে ৮২৩১ রান নিয়ে গাওয়ার ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন, যা পরে গুচ নিজেই ভেঙেছিলেন।

ভারতের ভরাডুবি (২০১৪)

ওল্ড ট্র্যাফোর্ডে তিন দিনের মধ্যেই ধরা খায় মহেন্দ্র সিং ধোনির ভারত। প্রথম দিনেই ৪ উইকেটে ৮ রান তুলতে পারা দলটি দ্বিতীয় দিনে কিছুটা ভালো শুরু করলেও, চা-বিরতির পর ধসে পড়ে। 

শেষ নয় উইকেট পড়ে যায় মাত্র ১০০ রানের কিছু বেশি তুলেই। মঈন আলি অসাধারণ বোলিং করে নেন ৪ উইকেট। 

প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত খেলা স্টুয়ার্ট ব্রড দ্বিতীয় ইনিংসে নামতে পারেননি, কারণ ব্যাটিং করার সময় বরুণ অ্যারনের বাউন্সারে মুখে আঘাত পান তিনি।

একদিনে শেষ টেস্ট ম্যাচ (১৮৯২)

ওল্ড ট্র্যাফোর্ডেই ল্যাঙ্কাশায়ার ও সাসেক্সের টেস্ট ম্যাচ শেষ হয়ে যায় একদিনেই। শুকনো পিচে ব্যাটিং ছিল একপ্রকার অসম্ভব—মোট ৩২ উইকেট পড়ে মাত্র ২৯৪ রানে। 

আর্থার মোল্ড ও জনি ব্রিগস মিলেই তুলে নেন সাসেক্সের ২০ উইকেট।

ব্যাট হাতে বিস্ফোরণ ক্রিস ওল্ডের (১৯৭৭)

ইংল্যান্ডের সাবেক পেসার ক্রিস ওল্ড এদিন ইয়র্কশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে মাত্র ৩৭ মিনিটে শতক হাঁকান—যার মধ্যে ছিল ৬টি ছক্কা ও ১৩টি চার। 

শেষ ৫০ রান করতে সময় লাগে মাত্র ৯ মিনিট!

হ্যামিলটন মাসাকাদজার জন্ম (১৯৮৩)

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা এই দিনে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন তিনি।

যা তখন ছিল সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। পরবর্তী সময়ে ওয়ানডেতে দুর্দান্ত সাফল্য পান এবং ২০১৮ সালে আবারও অধিনায়কের দায়িত্ব পান তিনি।

ক্লাইভ লয়েডের দ্রুত দ্বিশতক (১৯৭৬)

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড এদিন সোয়ানসিতে গ্ল্যামরগানের বিপক্ষে অপরাজিত ২০১ রান করেন, যা উইজডেনের ভাষায় ‘১৯০৩ সালের পর দ্রুততম দ্বিশতক’। 

সেই বছরই ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায় তার দল।

ডেনিস অ্যাটকিনসনের জন্ম (১৯২৬)

ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডেনিস অ্যাটকিনসন অস্ট্রেলিয়ার বিপক্ষে সপ্তম উইকেটে ৩৪৭ রানের রেকর্ড জুটি গড়েন ক্লেয়ারমন্ট ডিপেইজার সঙ্গে।

 সেই টেস্টে তিনি ব্যাট হাতে ২১৯ রান এবং বল হাতে ৫ উইকেট নেন। যা টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই ‘ডাবল’ অর্জন।

লাহিরু থিরিমান্নের জন্ম (১৯৮৯)

এদিনে শ্রীলঙ্কান বাঁহাতি ব্যাটার লাহিরু থিরিমান্নে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫৫* রান ছিল তার সেরা ইনিংসগুলোর একটি। 

দীর্ঘ সময় ধরে ক্রিজে থাকার ক্ষমতার জন্য তিনি পরিচিত ছিলেন।

আজকের দিনটি ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। ২২ গজে ব্যাট ও বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!