ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মেট্রো-রিকশায় চড়ে মাঠে গেলেন মুশফিক-মিরাজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৬:৫২ পিএম
মেট্রোরেলে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

গণপরিবহনে দেখা মিলল বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশিফিকুর রহিম ও ওডিআই দলের বর্তমান কাপ্তান মেহেদী হাসান মিরাজের।

রোববার (১০ আগস্ট) তারা জাতীয় স্টেডিয়াম থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পৌঁছাতে ব্যবহার করেছেন মেট্রোরেল।

জানা যায়, আজ গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন মিরাজ ও মুশফিক। সেখান থেকে বের হয়ে রিকশাযোগে তারা কাছের মেট্রো স্টেশনে যান।

সেখান থেকে মেট্রোরেলে চড়ে সরাসরি মিরপুর স্টেডিয়ামের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সহযোগীও।

সাধারণ বেশে এবং মুখে মাস্ক পরা থাকায় শুরুতে অনেকেই তাদের চিনতে পারেননি। তবে ভিড়ের মধ্যে কয়েকজন ক্রিকেটপ্রেমী তাদের ঠিকই চিনে ফেলেন।

এরপর ছবি তোলা এবং অটোগ্রাফের আবদার মেটাতে হয় তারকা ক্রিকেটারদের। হাসিমুখে সেসব আবদার মিটিয়েছেন তারা।

ধারণা করা হচ্ছে, মিরপুর এবং গুলিস্তানের মধ্যে তীব্র যানজট এড়াতেই এই দুই ক্রিকেটার এই কৌশল অবলম্বন করেন।