আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কার সাবেক ঘরোয়া ক্রিকেটার সালিয়া সামানকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
২০২১ সালের আবুধাবি টি-১০ লিগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে সামানের বিরুদ্ধে। ২০২৩ সালের সেপ্টেম্বরে আইসিসি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে।
ওই সময়ে মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনও ছিলেন।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সামানকে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পূর্ণাঙ্গ শুনানি এবং প্রমাণ উপস্থাপনের পর একটি স্বাধীন ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে। তার নিষেধাজ্ঞার মেয়াদ ওই সাময়িক বরখাস্তের তারিখ থেকেই কার্যকর হবে।
ট্রাইব্যুনাল সামানকে দুর্নীতির তিনটি ধারা ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করেছে।
ধারা ২.১.১: ম্যাচ বা ম্যাচের অংশ ফিক্সিং বা বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টা।
ধারা ২.১.৩: অন্য কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে প্রলুব্ধ করার জন্য পুরস্কার প্রস্তাব।
ধারা ২.১.৪: অন্যকে দুর্নীতিতে প্ররোচিত বা সহায়তা করা।
২০২৩ সালে দুর্নীতির অভিযোগে সামানের সঙ্গে আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তারা হলেন পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক কৃষণ কুমার চৌধুরি ও পরাগ সাঙভি, বাংলাদেশের নাসির হোসেন।
ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ, ব্যাটিং কোচ আশার জাইদি, সহকারী কোচ সানি ধিলন এবং দলীয় ম্যানেজার শাদাব আহমেদ।
উল্লেখ্য, এই ঘটনার জেরে নাসির হোসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তিনি ২০২৫ সালের এপ্রিল মাসে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন