বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ দলের আম্পায়ার প্যানেলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হলেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।
আইসিসি থেকে সেপ্টেম্বরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করার সবুজ সংকেত পাওয়ার পর, নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার সুযোগ পেলেন জেসি।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে আম্পায়ার প্যানেলে রাখা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই সিরিজে মোট চারজন আম্পায়ার থাকবেন—জেসি ছাড়াও রয়েছেন তানভীর আহমেদ, মোরশেদ আলী খান এবং মাসুদুর রহমান মুকুল। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসির নাঈমুর রশিদ রাহুল।
এই সিরিজে জেসির ভূমিকা কেমন হবে?
জানা গেছে, প্রথম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে তিনি চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন। মাঝের দ্বিতীয় ম্যাচে তাকে দেখা যাবে টিভি আম্পায়ারের ভূমিকায়।
এর আগে জেসি মালয়েশিয়ায় মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। লিস্ট ‘এ’, আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার সাফল্যই তাকে বড়দের বিশ্বমঞ্চের কাছাকাছি নিয়ে এসেছে।
আগামী ৩০ আগস্ট সিলেটে শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সব কটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন