আগামী ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়ম অনুযায়ী অন্তত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল থাকলেই টুর্নামেন্ট আয়োজন সম্ভব, আর এবারের আসরে এই পাঁচটি দলই অংশগ্রহণ করবে।
শনিবার (১১ অক্টোবর) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএলের সদস্য সচিব ও বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এবারের বিপিএলে সর্বোচ্চ ৫টি দল অংশ নিতে পারবে।
আমরা আসলে ৪ দল ও ৫ দল—উভয় বিকল্পের জন্য প্রস্তুতি রেখেছি। ৬ দলের কোনো সুযোগ নেই।
এবারের বিপিএলের আয়োজক দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘আইএমজি’, যদিও চূড়ান্ত চুক্তি এখনও সম্পন্ন হয়নি। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের মাঠে খেলা হবে, আর নতুন ভেন্যু হিসেবে রাজশাহী বা বরিশালের সম্ভাব্য নাম ওঠেছে।
মিঠু আরও বলেন, গত ৩-৪ দিন আগে বিপিএলের গভার্নিং কাউন্সিল গঠন করা হয়েছে। তাই খুব অল্প সময়ে আমাদের প্রথম সিদ্ধান্ত নিতে হয়েছে। আনন্দের সঙ্গে বলতে চাই, এবারের বিপিএল হবে ডিসেম্বর-মধ্য থেকে জানুয়ারি-মধ্য পর্যন্ত।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন