ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০১:২৪ পিএম
আফগানিস্তান ও বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আজ এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে, যেখানে থাকছে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ।

আগামী ২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে এই সিরিজ শুরু হবে। পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, যেখানে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর।

এশিয়া কাপের পরই এই সিরিজ আয়োজনের কারণ হিসেবে এসিবির প্রধান নির্বাহী নাসীব খান বলেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পেরে আমরা গর্বিত।

এটি আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে আবারও তুলে ধরছে।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, ভক্ত ও সমর্থকরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ উপভোগ করবেন।

যদিও এসিবি সিরিজের সূচি প্রকাশ করেছে, তারা এখনো ভেন্যু বা ম্যাচ শুরুর সময় জানায়নি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এক নজরে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি

২ অক্টোবর ১ম টি-টোয়েন্টি

৩ অক্টোবর ২য় টি-টোয়েন্টি

৫ অক্টোবর ৩য় টি-টোয়েন্টি

৮ অক্টোবর ১ম ওয়ানডে

১১ অক্টোবর ২য় ওয়ানডে

১৪ অক্টোবর ৩য় ওয়ানডে