ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

ম্যারাডোনার ছেঁড়া জার্সি ৪০ বছর পর নিলামে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৫:৩৮ পিএম
দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক জার্সি। ছবি- সংগৃহীত

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত একটি অত্যন্ত দুর্লভ ও ঐতিহাসিক জার্সি এবার নিলামে উঠতে চলেছে। এটি কোনো সাধারণ জার্সি নয়, বরং ১৯৮৪ সালের কোপা দেল রে ফাইনালে মারামারিতে ছিঁড়ে যাওয়া জার্সি, যা এত দিন পর জনসমক্ষে আসছে।

নিলাম প্রতিষ্ঠানগুলো মনে করছে, ম্যারাডোনার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী এই জার্সিটি আকাশছোঁয়া মূল্যে বিক্রি হতে পারে।

ঘটনাটি ১৯৮৪ সালের ৫ মে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত কোপা দেল রে ফাইনালে। সেই ম্যাচে ম্যারাডোনার দল বার্সেলোনা মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিক বিলবাওয়ের।

বার্সেলোনা ১-০ গোলে পরাজিত হলেও, ম্যাচের ফল ছাপিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেয় শেষ বাঁশি বাজার পর ঘটে যাওয়া ভয়াবহ মারামারি।

মাঠ যেন মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে। এই সংঘর্ষে ম্যারাডোনা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই ঘটনার জেরে ফুটবলের এই মহাতারকাকে পরবর্তীতে তিন মাসের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছিল।

এই মারামারির ফলস্বরূপই ম্যারাডোনার জার্সিটি ছিঁড়ে যায়, যার গলার অংশ ও কাপড়ে স্পষ্ট আঁচড় ও কাটা দাগ রয়েছে, যা ঐতিহাসিক মুহূর্তটির জীবন্ত দলিল।

ঘটনাবহুল ম্যাচ শেষে বার্সেলোনার একজন লন্ড্রি কর্মী ছেঁড়া জার্সিটি একটি স্মৃতিচিহ্ন হিসেবে তুলে রাখেন। পরবর্তীতে তিনি সেটি কাতালুনিয়ার একটি বারের মালিক তার এক বন্ধুকে উপহার দেন।

এই ঐতিহ্যের সাক্ষী জার্সিটি সেই বারের মালিকের কাছেই চার দশক ধরে সযত্নে সংরক্ষিত ছিল। সম্প্রতি সেই ব্যক্তির পরিবারই ঐতিহাসিক এই নিদর্শনটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

নিলাম প্রতিষ্ঠান ‘ম্যাচ ডে ফুটবল অকশনস’ জানিয়েছে, তারা সাধারণত ক্ষতিগ্রস্ত বা ছেঁড়া জার্সি নিলামে তোলেন না। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম। তাদের মতে, এটি শুধুই একটি জার্সি নয়, বরং ম্যারাডোনার ক্যারিয়ারের এক মোড় ঘোরানো ঘটনার সাক্ষী।