আসন্ন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচনে ভোট দিতে পারছেন না তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা।
কোয়াবের নতুন কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় সদস্যপদ নবায়ন না করায় তারা এই সুযোগ হারাচ্ছেন।
দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকার পর আবারও সক্রিয় হচ্ছে ক্রিকেটারদের এই সংগঠনটি। গত বছর আগস্টে পূর্বের কমিটি স্থগিত করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার মূল দায়িত্ব ছিল নির্বাচন আয়োজন করা।
এরই ধারাবাহিকতায় আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কোয়াবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দিতে পারছেন না দেশের সবচেয়ে জনপ্রিয় দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা।
কোয়াবের নির্বাচন কমিশন থেকে জানা গেছে, নির্বাচনের জন্য যে নতুন সদস্যপদ গ্রহণ বা নবায়নের প্রয়োজন ছিল, তা তারা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেননি।
এ কারণে নিয়ম অনুযায়ী আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকছে না তাদের।
এদিকে, বাংলাদেশ দলের ক্রিকেটাররা বর্তমানে সিলেটে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন, যা ৩ সেপ্টেম্বর শেষ হবে। ৪ সেপ্টেম্বর সকালে তারা ঢাকায় ফিরে দুপুরেই মিরপুর স্টেডিয়ামে পৌঁছাবেন।
এবং বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে অ্যাডহক কমিটি। এছাড়া, যেসব ক্রিকেটার বা কোয়াব সদস্য দেশের বাইরে আছেন, যেমন ইংল্যান্ডে থাকা যুব ক্রিকেটাররা, তারা অনলাইনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।