তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ যখন মারকুটে স্বভাবে ব্যাট চালানো শুরু করল তখনি বন্ধ হয়ে গেল সিলেট স্টেডিয়ামের ফ্লাডলাইট। ফলে বন্ধ হয়ে গেল খেলা। ফ্লাডলাইট সমস্যা কাটিয়ে আবার যখন মাঠে নামল তখনি বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি, আবারও বন্ধ হয়ে গেল খেলা।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। লিটন দাসের তাণ্ডবে পাওয়ার প্লের ৩.৪ ওভারেই ৫০ রান তুলে নেয় টাইগাররা।
এই ম্যাচে জিতলেই ৩-০ তে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা। এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।
দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৩ ওভারেই কোনো উইডকেট না হারিয়ে বাংলাদেশ তুলে নেয় ৩৯ রান। দলীয় ৩.১ ৮ বলে ২ চারে ব্যক্তিগত ১২ রান করে আউট হন সাইফ হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪.১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬০ রান। ক্রিজে ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪২ রানে ব্যাট করছেন লিটন কুমার দাস এবং ২ বলে ৩ রানে খেলছেন তাওহিদ হৃদয়।
এদিন ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে লিটন দাসরা। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।