ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

বৃষ্টির কারণে আবারও বন্ধ হয়ে গেল বাংলাদেশের খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:৩৬ পিএম
নুরুল হাসান সোহান। ছবি- সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আবারও বৃষ্টির বাধায় বন্ধ হয়ে গেল বাংলাদেশ-নেদারল্যান্ডসের খেলা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে দারুণ শুরু করে বাংলাদেশ।

আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক।

এদিন টাইগারদের হয়ে ওপেন করেন দলীয় অধিনায়ক লিটন কুমার দাস ও সাইফ হাসান। ব্যাট হাতে শুরু থেকেই মারকুটে স্বভাবে ব্যাট চালান বাংলাদেশের দুই ওপেনার।

দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৩ ওভারেই কোনো উইডকেট না হারিয়ে বাংলাদেশ তুলে নেয় ৩৯ রান। দলীয় ৩.১ ৮ বলে ২ চারে ব্যক্তিগত ১২ রান করে আউট হন সাইফ হাসান।

সাইফ ফিরলেও দলকে একাই টেনে নেন লিটন। আউট হওয়ার আগে টাইগার অধিনায়কের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৭৩ রান।

শুরুর দিকে মনে হচ্ছিল রান ২২০ এর উপরে চলে যাবে, কিন্তু বৃষ্টির পর যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে তখন বদলে যায় খেলার চিত্র। ৪.২ বলে ১ উইকেটে একসময় বাংলাদেশের রান ছিল ৬০ রান। সেখান থেকে ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ১২২ রান।

দলীয় ১৮.২ ওভারে বাংলাদেশের রান যখন ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান ঠিক তখনি আবার শুরু হয় বৃষ্টি, শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টির জন্য বন্ধ রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যোকার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।