ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কলা কিনতে খরচ ৪৫ লাখ টাকা, দুর্নীতির কাঠগড়ায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৪:৫৯ পিএম
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডকে নোটিস পাঠাল উত্তরাখণ্ড হাইকোর্ট। উত্তরাখণ্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতিকাণ্ডে তদন্তের জন্য বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 

উত্তরাখণ্ড হাই কোর্ট মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-কে নোটিশ জারি করেছে, যেখানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ডের  বিরুদ্ধে সরকারি তহবিলের সম্ভাব্য অপব্যবহারের তদন্তের দাবি করা হয়েছে। 

জানা গিয়েছে, কলা কেনার জন্য উত্তরাখণ্ড সংস্থা ৩৫ লাখ রুপি (বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৪৫ লাখ টাকারও বেশি) খরচ করেছে।

মামলায় বলা হয়েছে, প্রায় ১২ কোটি রুপি  সরকারি তহবিল মূলত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য বরাদ্দ হলেও তা অভিযোগ অনুযায়ী অনিয়মে ব্যয় হয়েছে।

অডিট রিপোর্টে সন্দেহজনক খরচ

আবেদনকারীরা জানিয়েছেন, এই অভিযোগের ভিত্তি হলোক্রিকেট অ্যাসোসিয়েশন অফ উত্তরাখণ্ডের ২০২৪-২৫ অর্থবছরের জন্য বহিরাগত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের তৈরি অডিট রিপোর্ট। 

রিপোর্টে খতিয়ে দেখা যায়, খেলোয়াড়দের জন্য ‘কলা খরচ’ হিসেবে ৩৫ লাখ রুপি  দাবি করা হয়েছে।

অডিটে আরও দেখা গেছে, প্রায় ৬.৪ কোটি রুপি ইভেন্ট ম্যানেজমেন্টে ব্যয় হয়েছে এবং টুর্নামেন্ট ও ট্রায়াল খরচে ২৬.৩ কোটি রুপি দেখানো হয়েছে। এটি আগের বছরের ২২.৩ কোটি রুপির তুলনায় বৃদ্ধি পেয়েছে।

দেহরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত এবং অন্যান্যরা দাবি করেছেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ উত্তরাখণ্ড খাদ্য, ইভেন্ট ও টুর্নামেন্ট খরচের নামে তহবিল আত্মসাৎ করেছে। 

অভিযোগ করা হয়েছে যে, বিপুল খরচ সত্ত্বেও রাজ্য স্তরের ক্রিকেটারদের জন্য মৌলিক সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ সামগ্রী এবং খেলোয়াড়দের অন্যান্য সুবিধা কখনোই প্রদান করা হয়নি।

এদিকে, একক বেঞ্চের বিচারপতি মনোজ কুমার তিওয়ারী মামলাটি শুনেছেন এবং অভিযোগের প্রেক্ষিতে সজাগ দৃষ্টি দিয়েছেন। 

আদালত বিসিসিআইকে নোটিশ দিয়ে আগামী শুনানিতে অভিযোগের জবাব দিতে বলেছেন। মামলার পরবর্তী শুনানি শুক্রবার নির্ধারণ করা হয়েছে।