এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় হারের পর ঘুরে দাঁড়াতে চায় হংকং। টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে তারা।
এমনটাই জানিয়েছেন হংকং ক্রিকেট দলের কোচ কুশল সিলভা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে অন্তত একটি জয় তুলে নিতে চান তারা।
শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটার বলেন, ‘আমি মনে করি একটি জয় আমাদের জন্য দারুণ হবে। এই ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলা এবং টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের জন্য খুব জরুরি। বিশেষ করে যখন আমরা সহযোগী সদস্য হিসেবে খেলি।’
তবে তিনি এটাও স্বীকার করেন যে, বাংলাদেশকে হারানো সহজ হবে না। টাইগারদের সমীহ করে তিনি বলেন, বাংলাদেশ খুবই মানসম্পন্ন দল। তাদের দারুণ স্পিনার আছে এবং ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী।
সিলভা আরও বলেন, ‘আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের সেগুলোর ওপরই মনোযোগ দিতে হবে।
আফগানিস্তানের বিপক্ষে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে হংকং। উদ্বোধনী ম্যাচের এই হার প্রসঙ্গে সিলভা বলেন, ফ্লাডলাইটের আলোয় খেলাটা আমাদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা ছিল, তাও আবার টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে। এটা সত্যি যে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি।’
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে হংকং। তাই আফগানদের বিপক্ষে হারের স্মৃতি ভুলে নতুন করে শুরু করতে চান হংকং কোচ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন