মরুর বুকে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপের ১৭তম আসর। চলতি আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন লঙ্কান অধিনায়ক। এবং টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে রাত সাড়ে আটটায়।
২২ গজে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই মানেই এক অন্যরকম উত্তেজনা। সম্প্রতি দুই দলের মধ্যে তৈরি হওয়া প্রতিদ্বন্দ্বিতা সমর্থকদের মধ্যে আরও উন্মাদনা বাড়িয়েছে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুই দলের ম্যাচগুলো বরাবরই রোমাঞ্চকর হয়ে থাকে।
এদিকে আজকের আগে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ২০ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে। তারা ১২টি ম্যাচে জয় পেয়েছে, যেখানে বাংলাদেশের জয় ৮টি।
তবে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সে অনেক উন্নতি হয়েছে, যা এই পরিসংখ্যানকে কিছুটা হলেও চ্যালেঞ্জ জানাচ্ছে। সবশেষ সিরিজে শ্রীলঙ্কাকে তাদের নিজেদের মাটিতে হারানোটা বাংলাদেশের জন্য এক বড় অনুপ্রেরণা।
ম্যাচের আগের দিন আজকের ম্যাচ টাইগার পেসার তানজিম হাসান সাকিব বলেন, যে দলের বিপক্ষেই খেলি না কেন, জেতাটাই আসল। আমরা জেতার জন্যই মাঠে নামব।
এর আগে চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় পায় টাইগাররা।
বাংলাদেশ একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাংকা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা এবং নুয়ান থুসারা।