ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা। গ্যালারি থেকে শুরু করে টেলিভিশন, সবখানেই থাকে কোটি কোটি দর্শকের চোখ। যে কোনো টুর্নামেন্টে এই দুই দলকে একই গ্রুপে রাখার পেছনে আইসিসি বা এসিসি-এর এই কৌশল কাজ করে।
অতীতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কয়েক ঘণ্টার মধ্যেই 'সোল্ড আউট' হয়ে যেত। দর্শকদের চাহিদার কারণে টিকিটের কালোবাজারিও ছিল রমরমা। তবে এবারের এশিয়া কাপের চিত্রটা ভিন্ন।
টিকিট নিয়ে দর্শকদের সেই আগ্রহ আর দেখা যাচ্ছে না। অনেক টিকিট এখনও অবিক্রিত থেকে গেছে, যা বেশ অবাক করার মতো।
হটাৎ কেন এমন পরিস্থিতি?
সংবাদ মাধ্যমগুলো বলছে, এবারের এশিয়া কাপের টিকিটের চাহিদা অনেকটাই কম। কিছু ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, প্রায় ৫০ শতাংশ টিকিট এখনও অবিক্রিত রয়ে গেছে।
যদিও এমিরাট ক্রিকেট বোর্ড (ইসিসি) এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে টিকিটের চাহিদা তুঙ্গে রয়েছে।
টাইমস অফ ইন্ডিয়াকে ইসিবির একটি সূত্র জানিয়েছে, বুধবার রাতে ছাড়া তিন হাজার প্লাটিনাম ক্যাটাগরির টিকিট কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে।
তবে টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত ইসিসি-এর দাবির সাথে খুব একটা মেলে না। টিকিট বিক্রি বাড়ানোর জন্য এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দাম ৪৭৫ দিরহাম থেকে কমিয়ে ৩৫০ দিরহাম করা হয়েছে। সুপার ফোর এবং ফাইনাল ম্যাচের টিকিটের দাম অবশ্য এখনও অপরিবর্তিত।
এদিকে দর্শকদের এই অনীহার পেছনে বড় একটি কারণ হলো রাজনৈতিক উত্তেজনা। কাশ্মীরের পেহেলগাম অংশে সাম্প্রতিক সংঘাতের পর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও।