এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ।
৬ বল খেলে কোনো রান না করে বোল্ড আউট হয়ে সাজঘরের পথ ধরেন তানজিদ তামিম। এবং ৪ বলে কোনো রান না করে ক্যাচ আউট হয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাংকা। টস জিতে বোলিংয়ে গিয়ে প্রথম ওভারেই পেয়ে যান সাফল্য। পরপর ওভারে শূন্য রানে ফিরিয়ে দেন দুই টাইগার ওপেনারকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪ রান। ৩ বলে ৩ রানে ব্যাট করছেন লিটন কুমার দাস এবং ৫ বলে ১ রানে খেলছেন তাওহীদ হৃদয়।
বল হাতে শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট নেন নুয়ান থুসারা ও দুশমন্থ চামিরা।
এদিকে আজকের আগে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ২০ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে। তারা ১২টি ম্যাচে জয় পেয়েছে, যেখানে বাংলাদেশের জয় ৮টি।