ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শুধুই খেলা নয়, এর সঙ্গে মিশে থাকে বহু আলোচনা, বিতর্ক এবং মাঠের বাইরের নানা ঘটনা। এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের ম্যাচেও তার ব্যতিক্রম হলো না।
মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ এবং তার বিতর্কিত অঙ্গভঙ্গি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন হারিস রউফ। সেখানে গ্যালারিতে উপস্থিত ভারতীয় সমর্থকেরা তাকে উদ্দেশ্য করে কিছু উসকানিমূলক মন্তব্য করেন।
এর জবাবে হারিস আঙুল তুলে ‘৬-০’ দেখান এবং হাত নেড়ে এমন একটি ভঙ্গি করেন যা একটি বিমান আকাশে উড়ে পরে বিধ্বস্ত হওয়ার ইঙ্গিত করে।
এটি ছিল পাকিস্তান বিমানবাহিনীর মে মাসের ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’-এর একটি প্রতিচ্ছবি। সেই অভিযানে পাকিস্তান দাবি করেছিল যে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে কয়েকটি ছিল ফরাসি রাফাল যুদ্ধবিমান।
এই ঘটনার ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাকিস্তানি সমর্থকেরা হারিসের এই অঙ্গভঙ্গিকে সাহসী এবং গৌরবের প্রতীক হিসেবে দেখলেও, ভারতীয় সমর্থকেরা এর তীব্র নিন্দা জানান।
হারিস রউফের বিতর্কিত অঙ্গভঙ্গির পর ম্যাচ শেষে আরও একটি ঘটনা আলোচনায় আসে।
নিয়ম অনুযায়ী, খেলা শেষে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে হাত মেলান এবং শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু এই ম্যাচে দুই দলের কেউই একে অপরের সঙ্গে হাত মেলায়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন