ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বাস আছে, ফাইনালে যেতে পারব: জাকের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:০৪ এএম
জাকের আলী। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে ৪১ রানে পরাজয়ের শিকার হয় বাংলাদেশ। এই হারে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হবে টাইগাররা।

ম্যাচ শেষে সাক্ষাৎকারে ভারতের বিপক্ষে বাংলাদেশের দলের অধিনায়কের দায়িত্বে থাকা জাকের আলী বলেন, ‘এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বৃহস্পতিবার আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা এটা জিততে পারি, জিততে হবে- যেন আমরা ফাইনাল খেলতে পারি।’

জাকের আলী আরও বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের সেরাটা দিয়ে খেলতে হবে। আমরা জিতে এশিয়া কাপের ফাইনালে যাব।’

এদিন, ভারতের দেওয়া ১৬৯ রানের জবাবে ব্যাট হাতে একমাত্র ক্রিজে টিকে ছিলেন সাইফ হাসান। দারুণ ব্যাটিংয়ে টানা দ্বিতীয় এবং ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন তিনি।