দুবাইয়ে রোমাঞ্চকর ভারত–পাকিস্তান ফাইনাল শেষে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে মাত্র ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ হেরে যায় ১১ রানে। এর ফলে এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান।
ফাইনাল ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের ফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল। যোগ্যতাও ছিল। তবে সামনে এগোতে হবে।
বিসিবি সভাপতি আর বলেন, ভারতের প্রধান কোচ ও সাবেক ভারতীয় মারকুটে ওপেনার গৌতম গম্ভীর আমাকে একটা পরামর্শ দিয়েছেন। ব্যাটিংটা নিয়ে যেন আমরা কাজ করি। তার সঙ্গে আমি একমত।’
তিনি আরও বলেন, আমরা দ্বিতীয় রাউন্ডে উঠেছি, শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি। তারপর ভারত ও পাকিস্তানের বিপক্ষেও জেতা উচিত ছিল। কিন্তু আমার কোনো আফসোস নেই।
গত চার মাসের পারফরম্যান্স দেখলে বোঝা যায় আমরা উন্নতির পথে আছি। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে হেরেছি, আবার ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছি। ঘরের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষেও জিতেছি।
আগামী সিরিজের দিকেও আশাবাদী বিসিবি সভাপতি। তার মতে, আসন্ন আফগানিস্তান সিরিজ ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন