মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:৫৭ এএম

দেশের হয়ে সাকিবকে আর কখনো খেলতে দেওয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:৫৭ এএম

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সাকিব আল হাসান। ছবি - সংগৃহীত

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সাকিব আল হাসান। ছবি - সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ও আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসানকে আর দেশের হয়ে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। এখন থেকে আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে- সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’

বিতর্কের সূচনা

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সাকিবের ফেসবুকে দেওয়া একটি শুভেচ্ছা পোস্টকে ঘিরে শুরু হয় সমালোচনা। এরপর থেকেই ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্যের ঝড়।

আসিফ মাহমুদের দাবি, সাকিব মুখে বললেও তিনি কখনোই রাজনীতিতে জড়িত নন- কিন্তু বাস্তবতা তা নয়।

তিনি বলেন, ‘যতবার তিনি খেলার জন্য দেশে আসতে চেয়েছেন, বলেছেন তাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু আসল সত্য হচ্ছে, তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার সর্বশেষ ফেসবুক পোস্টই সেটা প্রমাণ করে।’

অভিযোগ

সাকিবের বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছেন ক্রীড়া উপদেষ্টা। তার ভাষায়, ‘শুধু ভালো ক্রিকেটার বলেই কাউকে পুনর্বাসন করতে হবে- এমনটি হতে পারে না। তার বিরুদ্ধে খুনিদের সমর্থন, শেয়ার কেলেঙ্কারি, মানিলন্ডারিং, ফিন্যান্সিয়াল ফ্রডসহ নানা অভিযোগ আছে। আইন সবার জন্য সমান- সেটাই মানা উচিত।’

এর আগে ফেসবুকে আসিফ মাহমুদ লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। ইন্ড অব দ্য ডিসকাশন।’

সাকিবের জবাব

এই বক্তব্যের জবাবে সাকিব রোববার রাত ১১টা ২০ মিনিটে নিজের ফেসবুকে লেখেন, ‘যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’

শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাকিব বলেন, ‘তিনি সব সময় সিরিয়াসলি খেলা দেখেছেন, খেলার সঙ্গে যুক্ত ছিলেন। সেই জায়গা থেকেই একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমি একজনকে উইশ করতেই পারি। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’

জাতীয় দলের দরজা বন্ধ?

দুই পক্ষের এই তীব্র অবস্থানের পর প্রশ্ন উঠেছে- এবার কি সত্যিই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল? বিসিবি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও, ক্রীড়া উপদেষ্টার বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে, শিগগিরই বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে।

Link copied!