দিন যত বাড়ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অবনতিও ততই বেড়েই চলছে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিন দিনেই হেরে যাওয়ার পরও দুটি ইনিংসেই ২০০ রান পার করতে পারেনি ক্যারিবীয়রা। বল হাতে ভারতের মাত্র ৫টি উইকেট শিকার করতে পেরেছে তারা।
এই ফলাফলের আগে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজে নেপালের মতো আইসিসির সহযোগী সদস্য দলের কাছে হেরেছে। এক সময়ের শক্তিশালী ও বিশ্বকাপজয়ী এই দল এখন ব্যর্থতার চরমে পৌঁছেছে।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, “এটি কোনো হঠাৎ সমস্যার ফল নয়। এটা বহুদিন ধরেই চলমান। আমাদের সিস্টেমের গভীরে এমন এক ‘ক্যানসার’ বসে আছে, যা যতদিন না সমাধান হবে, ততদিন ফলাফলের উন্নতি সম্ভব নয়।”
তিনি আরও বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটের ভিত্তি ক্রমে দুর্বল হয়েছে। অন্যান্য দল ও ফ্র্যাঞ্চাইজির মতো সমান সুযোগ-সুবিধা না পাওয়াও বড় বাধা।
স্যামি জানান, ‘এই সমস্যার সমাধান শুধু ফলাফল নয়, বরং মূল সিস্টেমের সংস্কার। যতদিন আমরা সঠিক অবকাঠামো, প্রশিক্ষণ এবং সুযোগ দিতে পারি না, ততদিন টেস্ট ক্রিকেটে প্রতিযোগিতা ফিরবে না।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন