অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলির অবিশ্বাস্য ব্যাটিং নৈপুণ্যে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বিশাখাপত্তনমে রোববার এক রুদ্ধশ্বাস ম্যাচে ৩৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ভারতকে তিন উইকেটে হারিয়েছে তারা। এটি এখন নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সফলভাবে তাড়া করা সর্বোচ্চ রানের রেকর্ড।
এদিন ম্যাচ শুরু হয়েছিল ভারতীয় দর্শকদের প্রত্যাশা নিয়ে, কিন্তু শেষ হলো অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়ে। প্রথমে ব্যাট করে স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের ব্যাটে ভর করে ভারত ৩৩০ রানের শক্তিশালী সংগ্রহ দাঁড় করিয়েছিল।
মান্ধানা ঝড়ো ৮০ রান এবং রাওয়াল ধীরস্থির ৭৫ রানের ইনিংস খেলে ওপেনিং জুটিতে ১৫৫ রানের ভিত গড়ে দেন। এই ইনিংসের পথেই মান্ধানা সবচেয়ে কম ইনিংসে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করা ভারতীয় ব্যাটার হন।
তবে, আজকের দিনটি ছিল অ্যালিসা হিলির। উইকেটকিপার এই ব্যাটার নিজের ব্যাটে যেন অন্য এক গল্প লিখলেন। মাত্র ১০৭ বলের ইনিংসে ২১টি চার এবং ৩টি ছক্কা হাঁকিয়ে তিনি ভারতীয় বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দেন।
অ্যাশলি গার্ডনারের সঙ্গে ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তিনি দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। শেষদিকে, অভিজ্ঞ এলিস পেরি চোট পেয়ে মাঠ ছাড়ার পরও ফিরে এসে অপরাজিত ৪৭ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে অস্ট্রেলিয়া নারী ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার ক্ষেত্রে ২০২৪ সালে শ্রীলঙ্কার গড়া ৩০২ রানের রেকর্ড ভাঙল এবং পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো। অন্যদিকে, ভারত রয়েছে তৃতীয় স্থানে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন