সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে ব্যাটিংয়ের দিনে রেকর্ডের ঝড় বইয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে নাজমুল হোসেন শান্তের নেতৃত্বাধীন দল।
এই ইনিংসে বাংলাদেশের প্রথম ইনিংস লিড দাঁড়িয়েছে ৩০১ রান, যা দেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯৭ রানের লিড ছিল সর্বোচ্চ।
বাংলাদেশের ব্যাটসম্যানরা ইনিংস জুড়ে তাণ্ডব চালিয়েছেন। প্রথমবারের মতো টপ অর্ডারের চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেছেন ক্যারিয়ারসেরা ১৭১ রান।
সাদমান ইসলাম করেছেন ৮০ রান, মমিনুল হক ৮২ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০০ রানের সেঞ্চুরি তুলে নিয়েছেন। মুশফিকুর রহিম ২৩ রানে আউট হলেও লিটন দাস দায়িত্বশীল ইনিংস খেলেছেন অর্ধশতকসহ।
ইনিংসের শেষ ভাগে হাসান মাহমুদ (১৩*) ও নাহিদ রানা (৪*) অপরাজিত ছিলেন। বাংলাদেশের লিড ৩০১ রান ছাড়ানো পরই ইনিংস ঘোষণা করা হয়।
আয়ারল্যান্ডের তরুণ লেগস্পিনার ম্যাথু হামফ্রিজ ৫ উইকেট নিয়েও প্রতিরোধ গড়ে তুলেছেন, তবে ব্যাটিংয়ে বাংলাদেশের রেকর্ডভরা দিনের কাছে তা যথেষ্ট হয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন