২০২৮ সালের ১৮তম ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু হচ্ছে ইউরোপের চার শক্তিশালী ফুটবল দেশ—ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের মাঠে। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ২৪ দলের মহারণের জন্য মোট ৮ শহরে ৯টি ভেন্যু বেছে নিয়েছে।
কার্ডিফে প্রথম ম্যাচ দিয়ে আসরের উদ্বোধন হবে। পুরো প্রতিযোগিতা শুরু হবে ২০২৮ সালের ৯ জুন এবং ফাইনাল হবে লন্ডনের কিংবদন্তি ওয়েম্বলি স্টেডিয়ামে, ৯ জুলাই।
ওয়েলসের জাতীয় স্টেডিয়ামকে গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ফাইনালসহ দুই সেমিফাইনালও অনুষ্ঠিত হবে ওয়েম্বলিতে।
এই আসরে মোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কার্ডিফ ও ওয়েম্বলির পাশাপাশি খেলা অনুষ্ঠিত হবে বার্মিংহ্যাম, ডাবলিন, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসলের স্টেডিয়ামে।
ভেন্যুর তালিকায় রয়েছে বার্মিংহ্যামের ভিলা পার্ক, ডাবলিন অ্যারেনা, গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক, লিভারপুলের এভারটন স্টেডিয়াম, লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়াম এবং নিউক্যাসলের সেন্ট জেমস পার্ক স্টেডিয়াম। ওয়েম্বলি ছাড়া প্রতিটি ভেন্যুতে শেষ ষোলোর ম্যাচ অনুষ্ঠিত হবে।
আয়োজক চার দেশ সরাসরি গ্রুপপর্বে নিজেদের ম্যাচ খেলবে ঘরের মাঠে। উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন জানিয়েছেন, ইউরো ২০২৮ আসরে আমরা স্পষ্টত ও ঐক্যবদ্ধভাবে ফুটবলের কথাই বলব। আয়োজক দেশগুলো সমর্থকদের স্বাগত জানাতে উদগ্রীব।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন