পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ভাণ্ডারিয়া উপজেলার সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জাহাঙ্গীর হোসেন ও দেলোয়ার সরদার নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আরও ৭–৮ জন পালিয়ে যায়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১১ ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে পৃথক অভিযানে আরও ৫ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ আবু নাছের বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন আমাদের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে। কোনো অপরাধীই আইনের বাইরে থাকবে না। পিরোজপুরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের অভিযান চলমান এবং এই ধারাবাহিকতা আরও জোরদার করা হবে।’
তিনি জানান, আটক দুইজনসহ পলাতকদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন