কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর উপজেলার নওয়াপাড়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মিরপুর পৌরসভার যোগিপোল এলাকার নান্নু শেখের স্ত্রী লতিফা বেগম (৬৫) ও পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী বিউটি বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিন রাতে এইচ অ্যান্ড এস গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতে ব্যাটারিচালিত ভ্যানে করে নওয়াপাড়া থেকে যাচ্ছিলেন শ্রমিকরা। পথে মিরপুর থেকে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে ভ্যানের পেছনে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লতিফা বেগম ও বিউটি বেগম মারা যান। এ ঘটনায় আরও তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ‘নওয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ৎ



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন