নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ উঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। জাহানারা আলমের সাক্ষাৎকারের পর বিভিন্ন নারী ক্রিকেটারদের অভিযোগের ভিত্তিতে বিসিবি ইতোমধ্যেই সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে স্থায়ীভাবে অবসরের (ওএসডি) নির্দেশ দিয়েছে।
তদন্তের জন্য গঠিত কমিটিতে ইতোমধ্যেই বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে প্রধান করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ছিলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
সাম্প্রতিক কমিটিতে আরও দুই সদস্য যুক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের চেয়ারম্যান এবং বর্তমান আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান কমিটিতে যোগ দিয়েছেন।
এর ফলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে, যা মহিলা ক্রিকেটে অসদাচরণের অভিযোগের ওপর আরও শক্তিশালী ও নিরপেক্ষভাবে তদন্ত করবে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে এবং বোর্ড এ বিষয়ে কোনো ধরনের আপস করবে না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন